Postlar filtri


আজ মঙ্গলবার
১১ মার্চ ২০২৫
১০ রমজান ১৪৪৬ হিজরি
২৬ ফাল্গুন ১৪৩১
---------------------------------
ফজর- ৫:০০ মিনিট
যোহর - ১২:১৩ মিনিট
আসর- ৪:২৫ মিনিট
মাগরিব- ৬:০৯ মিনিট
ইশা- ৭:২১ মিনিট
---------------------------------
আজ সূর্যাস্ত- ৬:০৬ মিনিট
আজ সূর্যোদয়- ৬:১২ মিনিট


১৯৮২ সালের ১১ মার্চ রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির আয়োজিত নবীন বরণ অনুষ্ঠানে `সর্বদলীয় ছাত্রসংগ্রাম পরিষদ' এর হামলায় শাহাদাত বরণ করেন শহীদ সাব্বির, শহীদ আব্দুল হামিদ, শহীদ আইয়ুব ও শহীদ আব্দুল জব্বার। ছাত্রশিবিরের প্রতিষ্ঠার পরে প্রথম শিবিরের শাহাদাতের ঘটনার দিনকে কেন্দ্র করে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির প্রতি বছর ১১ মার্চকে শহীদ দিবস হিসেবে পালন করে আসছে।

#11March
#ShaheedDay


অত্যন্ত ফজিলতপূর্ণ এ মাসটি যেন আমরা হেলায়-ফেলায় না কাটাই।
#RamadanKareem


Video oldindan ko‘rish uchun mavjud emas
Telegram'da ko‘rish
চাঁদার টাকার ভাগাভাগি নিয়ে সুনামগঞ্জে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে ১ জন নিহত, আহত ১৫ জন

সোমবার রাতে তাহিরপুর উপজেলা থেকে মধ্যনগরের কলমাকান্দা নামকস্থানে যাওয়া পাথরের গাড়ি থেকে চাঁদা তুলে সেই চাঁদার টাকার ভাগাভাগি নিয়ে মহেশখলা বাজারে মধ্যনগর ইউনিয়ন বিএনপি নেতা মুক্তার হোসেন ও হারুন মিয়ার মধ্য তর্ক-বির্তক শুরু হলে দুজনের মধ্যে হাতাহাতি শুরু হয়। পরে দুই পক্ষের নেতাকর্মীরা সংঘর্ষে জড়িয়ে পড়লে মুক্তার হোসেনের পক্ষের মোহাম্মদ আলী নামে একজন নিহত হয়।


পাবনার সাঁথিয়া উপজেলায় আমিরুল ইসলাম মাস্টার নামে এক যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে স্থানীয় আওয়ামী লীগ কর্মীদের বিরুদ্ধে। সোমবার (১০ মার্চ) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার গৌরীগ্রাম ইউনিয়নের চকপাটা উত্তরপাড়ায় এ ঘটনা ঘটে।

নিহত আমিরুল ইসলাম উপজেলার ক্ষেতুপাড়া ইউনিয়নের ক্ষেতুপাড়া গ্রামের লোহাই প্রামাণিকের ছেলে এবং ক্ষেতুপাড়া উচ্চ বিদ্যালয়ের অফিস সহকারী ছিল। সে উপজেলা যুবলীগের প্রস্তাবিত কমিটির সাংগঠনিক সম্পাদক ছিলেন।


শুধুমাত্র ২০১৬ সালেই ঝিনাইদহে খুন হন ১২ জন জামায়াত-শিবির নেতাকর্মী, এই মজলুম জনপদ কোন সন্ত্রাসীদের আস্ফালন সহ্য করবেনা। নিচে সেই সংক্রান্ত কিছু নিউজ লিঙ্ক দেওয়া হলো:

"আটকের ৪৮ দিন পর জামায়াতের পৌর আমীর প্রভাষক জহুরুল ইসলাম ও সাবেক শিবির নেতা ডা. সজিবকে গুলী করে হত্যা"
দৈনিক সংগ্রাম, ২৬ অক্টোবর ২০১৬
(https://dailysangram.info/post/256566)

"যশোরে দুই শিবির নেতার গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার"
জাগোনিউজ, ১৩ এপ্রিল ২০১৬
(https://www.jagonews24.com/country/news/92740)

"ঝিনাইদহে ইবি ছাত্র ও শিবির নেতা কথিত বন্দুকযুদ্ধে নিহত"
ইনকিলাব, ১৯ জুলাই ২০১৬
(https://m.dailyinqilab.com/article/28613)

‘বন্দুকযুদ্ধে’ নিহত ২ শিবির নেতা আটক হয়েছিল দেড় মাস আগে!
এনটিভি, ২৫ অক্টোবর ২০১৬
(https://www.ntvbd.com/bangladesh/87309)

"ঝিনাইদহে শিবির নেতার গুলিবিদ্ধ লাশ উদ্ধার"
সমকাল, ০৪ মার্চ ২০১৬
(https://samakal.com/whole-country/article/1603197246)

"ঝিনাইদহে পুলিশের গুলিতে ১১ জামায়াত-শিবির কর্মী নিহত"
পিএনএসনিউজ২৪, ২৫ অক্টোবর, ২০১৬
(https://www.pnsnews24.com/news/towns/101772)


Video oldindan ko‘rish uchun mavjud emas
Telegram'da ko‘rish
ঝিনাইদহের মহেশপুরে জামায়াতের নারী নেত্রীদের ওপর বিএনপির চিহ্নিত সন্ত্রাসীদের চরম কাপুরুষোচিত হামলার প্রতিবাদ ও বিচারের দাবিতে স্থানীয় বাঁশবাড়ীয়া ইউনিয়ন জামায়াতের প্রতিবাদ সভা। বক্তব্য রাখছেন জামায়াত নেতা অধ্যাপক মতিয়ার রহমান।


ঝিনাইদহের মহেষপুরে জামায়াতের নারী নেত্রীদের ওপর বিএনপির সন্ত্রাসীদের এই চরম কাপুরুষোচিত হামলার প্রতিবাদ ও বিচারের দাবি জানিয়ে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার তাঁর বিবৃতিতে আরও বলেন-

"জামায়াতের নারী নেত্রীদের ওপর বিএনপির সন্ত্রাসীদের এ ন্যক্কারজনক হামলার ঘটনা গত বছরের ৫ আগস্টের পূর্বের আওয়ামী ফ্যাসিবাদীদের সন্ত্রাসী তাণ্ডবকেও হার মানিয়েছে। ঝিনাইদহে জামায়াতের নেত্রীদের ওপর বিএনপির সন্ত্রাসীদের ন্যক্কারজনক হামলা ও নারীদের লাঞ্ছিত করার ঘটনার অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত করে দোষী ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করার জন্য সরকারের কাছে জোর দাবি জানাচ্ছি।"


ছাত্রদল কি ধর্ষ*কের বিচার চায়?
নাকি, ধর্ষ*ণকে পূঁজি করে প্রতিহিংসার রাজনীতি করতে চায়?


‘অনেক দল বলছে, আমরা নাকি নির্বাচন পেছানোর রাজনীতি করছি। আমরা বলতে চাই, আপনারা বিচার আর সংস্কার পেছানোর রাজনীতি করছেন। রাজনৈতিক দলগুলোকে বলতে চাই, আপনারা বিচার ও সংস্কার পেছানোর রাজনীতি করবেন না। বিচার ও সংস্কারের প্রতি ঐকমত্য পোষণ করুন, নির্বাচন আমরা আপনাদের করে দিতে সহযোগিতা করব।’

রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত ইফতার মাহফিলে এনসিপির আহ্বায়ক মো. নাহিদ ইসলাম


স্বৈরাচার পতন আন্দোলনে গুলি করা আ.লীগ নেতার ইটভাটা গুঁড়িয়ে দিল প্রশাসন।


সাভার থেকে সম্প্রতি বিতর্কিত ভিডিও ধারণ করে ভাইরাল হওয়া হৃদয় গ্রেপ্তার।


এই জনপদে ভারতীয় গোলামেরা বারে বারে এমন হাজারো ধর্মপ্রাণ মুসলমানদের রক্ত ঝরিয়েছে। এদেশের মানুষ সবসময় এই খুনীদের প্রতিরোধে সর্বাত্মক প্রস্তুত।

#ShaplaMassacre #5May2013


চলতি বছর পাঠ্যকার্যক্রম স্থগিত রাখা যেত!


'এখন যদি বিএনপি একটা ধাওয়া দেয়; অনেকের অস্তিত্ব থাকবে না'
নিলোফার চৌধুরী মনি
সহ-সম্পাদক, বিএনপি

ধাওয়া টা গত ১৬ বছর ধরে ফ্যাসিস্টদের কেন দেওয়া হয়নি?

11k 0 11 1.1k

Video oldindan ko‘rish uchun mavjud emas
Telegram'da ko‘rish
প্রোপ্যাগান্ডা ছড়ানোয় ক্ষেত্র বিশেষে নিষিদ্ধ সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগকেও ছাড়িয়ে যাচ্ছে ছাত্রদল। সরাসরি প্রকাশ্যে এরা এভাবে চরম মিথ্যাচার করে বেড়াচ্ছে। গতকাল ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি শফিকুল ইসলাম মাসুদের অনেক আগের একটা ভিডিও'র মাঝের কয়েক সেকেন্ড কেটে "রাবি শিবিরের অস্ত্রের মজুদ" নিয়ে মিথ্যাচার করে ধরা খেয়েছে। আর এখন নতুন করে মিথ্যাচার করছে ঢাবি শিবির নিয়ে। ঢাবি শিবির সভাপতি ফরহাদ নাকি কোন ধর্ষক কে থানা থেকে ছাড়িয়ে এনেছে!

এরা মনে করে দেশ এখনো নব্বই এর দশকে পড়ে আছে। তাই শাহরিয়ার কবির ওরফে মুরগী কবিরের ঘাদানিক যেভাবে এদেশের ইসলামপন্থীদের বিরুদ্ধাচারণ করতে গিয়ে নোংরা মিথ্যাচার করে বেড়াতো এরাও ঠিক তেমনটা করতে পারবে। কিন্তু জুলাই বিপ্লবের পর এদেশের মানুষ যে অনেক বেশি রাজনৈতিক ভাবে সচেতন হয়ে গেছে এরা সেটা জানেনা।


সুযোগ থাকা সত্ত্বেও তারেক রহমান যে কারণে দেশে আসছেন না:

সরকার পতনের ৫ মাস হয়ে গেছে, তারেক রহমানের বিরুদ্ধে হওয়া মামলায়ও তিনি খালাস পেয়ে গেছেন। তবুও তারেক রহমান দেশে আসছেন না। এর একটাই কারণ, সেটা হলো নিজের ইমেজ রক্ষা করা। বিএনপির নেতাকর্মীরা যে হারে চাঁদাবাজি, লুটপাট ও সন্ত্রাসবাদ করছে, সেটার জন্য জনগণ বিএনপির ওপর ক্ষুব্ধ।

এই ক্ষোভ যেন তারেক রহমানের ওপর না আসে, সেজন্যই তিনি দেশে আসছেন না। জনগণকে বোঝানো হচ্ছে, তারেক রহমান দেশে নেই, তাই বিএনপি নিয়ন্ত্রণহীন। অর্থাৎ, দোষটা যাতে তারেক রহমানের ওপর না পড়ে, এজন্য তিনি দেশে আসছেন না।

তারেক রহমান নির্বাচনের ঠিক দুই মাস আগে দেশে আসবেন। তখন বলা হবে, 'লিডার দেশে এসেছে, এখন বিএনপি ঠিক হয়ে যাবে।' এই বলে নিজের ক্লিন ইমেজ কাজে লাগিয়ে ভোট চাইবেন। এটাই তারেক রহমানের বর্তমান কৌশল।

আরেকটি কারণ হলো, দেশে আসলে তারেক রহমানকে সংস্কার, নির্বাচন, আওয়ামী লীগ নিষিদ্ধ করা, সংবিধান বাতিল, এবং জুলাই বিপ্লবের ঘোষণাপত্র ইত্যাদি সেনসিটিভ বিষয়ে কথা বলতে হবে। ফলে জনগণ তারেক রহমানের ওপর ক্ষুব্ধ হবে। এজন্য তিনি দেশে না এসে ফখরুল-রিজভীদের দিয়ে এসব বিষয়ে কথা বলাচ্ছেন, যাতে মানুষ ফখরুলদের ওপর ক্ষুব্ধ হলেও তারেক রহমানের ওপর যেন ক্ষুব্ধ না হয়।বুদ্ধিজীবীরা এতদিন বলছিলেন, 'শেখ হাসিনা ভালো, কিন্তু তার আশপাশের নেতাকর্মীরা খারাপ।' এখন বলছেন, 'তারেক রহমান ভালো, কিন্তু তার আশপাশের নেতাকর্মীরা খারাপ।'

বাস্তবতা হলো, বিএনপির বড় নেতাদের প্রত্যেকটি বক্তব্য এবং সিদ্ধান্তই তারেক রহমানের সিদ্ধান্ত। যেহেতু বাংলাদেশের প্রায় সব রাজনৈতিক দলই পরিবারতন্ত্রের ওপর দাঁড়িয়ে, তাই তারেক রহমানের জনপ্রিয়তা কমে যাওয়া মানে পুরো দলের জন্য বিপদ। সেই জন্যই তারেক রহমানের সিদ্ধান্ত বা বক্তব্যগুলো অন্য বড় নেতাদের দিয়ে বলানো হচ্ছে। এতে করে স্বার্থও উদ্ধার হচ্ছে, আবার সেই ন্যারেটিভও থাকছে—'তারেক রহমানের আশপাশের নেতাকর্মী খারাপ।'

বাংলাদেশের মতো নেতা-কেন্দ্রিক এবং পরিবারতান্ত্রিক রাজনৈতিক দলে নেতারা দলের বাইরে গিয়ে নিজেদের বক্তব্য দেবেন, এমন স্বাধীনতা এখনো প্রতিষ্ঠিত হয়নি। এককথায় বলা যায়, তারেক রহমান নির্বাচনের আগ পর্যন্ত তার ইমেজ ক্লিন রাখার জন্যই দেশে আসছেন না।

লেখা: আজমির, আশরাফুল


নারী দিবসে ঝিনাইদহের মহেশপুরে নারীদের একটি সমাবেশে সন্ত্রাসী হামলা চালিয়েছে বিএনপি। একদিকে নারী অধিকারের বয়ান দিয়ে সভা সেমিনার করছে অন্যদিকে নেতাকর্মীদের লেলিয়ে দিয়েছে নারীদের শ্লীলতাহানি করতে।

কিন্তু আশ্চর্যের ব্যাপার তথাকথিত নারীবাদীরাও এ ব্যাপারে নীরব ভূমিকা পালন করছে। ওড়না খোলার স্বাধীনতা নিয়ে গলা ফাঁটানো সুশীল নারীবাদীরা কি হিজাব পরিহিতা এক নারীর প্রতি হওয়া সহিংস আচরণের প্রতিবাদ করবে? নাকি বরাবরের মতোই তাদের দ্বিচারিতা প্রমাণ করবে?


বাংলাদেশে সরকার বদলালে সম্পর্কে পরিবর্তন আসতে পারে: ভারতীয় সেনাপ্রধান


গুমের বিচারে অসহযোগিতা আছে : তাজুল ইসলাম

20 ta oxirgi post ko‘rsatilgan.