ILMAN NAFIYA


Kanal geosi va tili: Hindiston, Bengalcha
Toifa: Din


রাসূল (ﷺ) বলেছেন, "আমার পক্ষ থেকে একটি আয়াত হলেও তা পৌঁছিয়ে দাও।" [বুখারি ৩৪৬১]
আল্লাহ তা'আলা বলেন - তার কথার চেয়ে উত্তম কার কথা হতে পারে যে মানুষকে আল্লাহর দিকে আহবান করে। (সুরা হা মিম সাজদাহ : ৩৩)

Связанные каналы  |  Похожие каналы

Kanal geosi va tili
Hindiston, Bengalcha
Toifa
Din
Statistika
Postlar filtri


*السلام عليكم ورحمة الله وبركات*
*🕋রাসূল ﷺ ইরশাদ করেন, ‘তোমাদের মধ্যে ঐ ব্যক্তি সর্বোত্তম, যে নিজে কুরআন শিখে এবং অন্যকে শিক্ষা দেয়”।[সহীহ বুখারি : ৫০২৭]*
*🌺ইনশাআল্লাহ্ আজ ১৭ জানুয়ারী রোজ শুক্রবার*
🌹তাজবিদ শিক্ষার প্রোগ্রাম *“শব্দে শব্দে আল কুরআন" পরীক্ষার উত্তরপত্র পর্যালোচনা ও মৌখিক পরীক্ষা* অনুষ্ঠিত হইবে।
*কোর্স ইন্সট্রাক্টরঃ*
মিশরের আল-আযহার ইউনিভার্সিটিতে ইলমুল কিরাত এ অধ্যয়নরত; সম্মানিত *উস্তায মুহাম্মাদ রাকায়াত ইসলাম আল আযহারি হাফিজাহুল্লাহ।*
*সময়ঃ*
*🇧🇩সন্ধ্যা---------৬: ১৫*
*🇸🇩বিকাল-------৩:১৫*
*🇮🇳সন্ধ্যা---------৫:৪৫*
*উক্ত সময়ে নিম্নোক্ত লিংকে নিজে যুক্ত হোন এবং অন্যদেরও যুক্ত করে অশেষ নেকী হাসিল করুন।।আল্লাহ্ সুবহানুতা'আলা আমাদের নেক আমলসমূহ্ কবুল করে নিন।আমীন।*
https://us02web.zoom.us/j/2113336749?pwd=VWlWRVdDZ2ZWcUwzSW85dU5vMnRYdz09
Meeting ID:2113336749
PassCode:123456


আখিরাত নিয়ে ব্যস্ত মানুষদের কাছে শত্রুতা, হিংসা-বিদ্বেষ, ঝগড়া-বিবাদসহ অন্যান্য অনর্থক কাজের সময়টুকুও নেই।

_ড. খালিদ আদ-দুরাইস (হাফিজাহুল্লাহ)


'বিপদগ্রস্ত ব্যক্তি। আল্লাহর কাছে অনেক কিছু চাওয়ার আছে। তারপরও শেষরাতে ঘুমিয়ে থাকে। এই লোক মানসিকভাবে সুস্থ্য নয়।'

-আল্লামা ইবনে রজব হাম্বলী রহ.


সময় শেষ হতে চললো.. অংশ নিন, প্রচার করুন। https://www.change.org/p/free-dr-aafia-siddiqui-a-call-for-justice-and-clemency


আলহামদুলিল্লাহ 💙🧡
আমাদের পেইজ এখন ভেরিফাইড।


আল্লাহর কাছে পীড়াপীড়ি করে কোনও কিছু চাওয়ার সময় বারবার ‘ইয়া রাব্বি’ বললে, দু‘আ কবুলের নিশ্চয়তা বেড়ে যায়।

-আল্লামা ইবনে রজব রহ.


হে আমাদের পালনকর্তা, আমাকে, আমার পিতা-মাতাকে এবং সব মুমিনকে ক্ষমা করুন, যেদিন হিসাব কায়েম হবে

_সূরা ইবরাহিম, ৪১


Video oldindan ko‘rish uchun mavjud emas
Telegram'da ko‘rish
🚨 ভিডিও : আল-সাফতাভি জংশনের পূর্বে আল-কাসাম ব্রিগেডের হামলার ফুটেজ


মানুষ কি মনে করে যে, 'আমি ঈমান এনেছি' এ কথা বললেই তাদেরকে ছেড়ে দেয়া হবে আর তাদের পরীক্ষা করা হবে না!

| সূরা আনকাবুত
| আয়াত : ২




সারা বছর ভালো থাকার জন্য প্রকৃতি পূজারীরা বছরের প্রথম দিন আনন্দ উৎসবে মেতে উঠত। অথচ আজকের বিজ্ঞানমনস্করা সেই অবান্তর উৎসবকে ধুমধাম করে পালন করতে সবচেয়ে উৎসাহী।

থার্টি ফার্স্ট নাইট এদেশের মাটি থেকে উৎসারিত কোনো সংস্কৃতি নয়। এটা বিদেশ থেকে আমদানি করা এক ধরনের উন্মাদনা।

বিগত বছরগুলোতে এই উন্মাদনার বলি হয়েছে শিশু উমায়ের। ধ্বংস হয়েছে সর্বস্ব দিয়ে গড়ে তোলা এক বোনের প্লাস্টিক কারখানা। বিপন্ন হয়েছে শত শত পাখি ও কুকুর-বিড়ালের জীবন।

বর্ষবরণের নামে আমদানি করা এই অনাচার ও অপসংস্কৃতি বন্ধ করতে উপরের ঘটনাগুলোই কি যথেষ্ট নয়?

আশার খবর হলো, সরকার এ বছর ফানুস ওড়ানো ও আতশবাজি নিষিদ্ধ করেছে। সরকারি নিষেধাজ্ঞার পরও কেউ যদি এই অনাচার করতে চায়, তবে প্রত্যেক এলাকার দায়িত্বশীল বিবেকবান মানুষের এই অনাচার বন্ধে সামাজিক পদক্ষেপ গ্রহণ করা উচিত।

নতুন বছরে আমরা কোনো দুর্ঘটনার সংবাদ শুনতে চাই না। আমরা ফানুসের আগুন, শব্দদূষণ, পশুপাখি ও বৃদ্ধ-শিশুদের আতঙ্কমুক্ত একটি নতুন বছরে প্রবেশ করতে চাই।

লেখা: শায়খ আহমাদুল্লাহ (হাফি:)


ক্লাস শেষে পাবেন প্রতিটি ক্লাসের পিডিএফ ফাইল, হোমওয়ার্ক ফাইল, ক্লাসের ভিডিও ইত্যাদি।
আমরা বিশ্বাস করি যে, কোর্সটি চলাকালীন এবং এটি সফলভাবে শেষ করার পর সালাত আদায় করার সময় মনের অজান্তেই আপনি হারিয়ে যাবেন মহান আল্লাহ্‌র প্রেমে। উপলব্ধি করবেন তিনি আপনার খুব কাছে। পান করবেন তাঁর প্রেমের অমীয় সুধা।
সালাতে পঠিত সূরা ও দোয়াগুলো খুব সহজেই বুঝতে পারবেন। মহান আল্লাহ্‌র সাথে আপনার সম্পর্ক হয়ে উঠবে গভীর থেকে গভীরতর। আপনার সালাত হবে জীবন্ত সালাত, ইন শা আল্লাহ্‌!
তবে, হ্যাঁ! মনে রাখবেন, আমাদের এই কোর্সটি অন্য দশটি কোর্সের মত নয়। এটি একাডেমিক এপ্রোচে পরিচালনা করা হবে। তাই এই কোর্স থেকে পরিপূর্ণ উপকৃত হতে হলে আপনাকে কিছু “অনুশীলন” করতে হবে। আল্লাহ্‌ রাব্বুল আ’লামীন আমাদের সবাইকে সহীহ পরিপূর্ণ দ্বীনী ঈলমের সাথে সুস্থ ও সুন্দর রাখুন। আমীন।
তাই আর দেরি না করে এখনই এনরোল করে ফেলুন সালাত বুঝে পড়ার এই অসাধারণ কোর্সটিতে!
যোগ দিতে ভাইরা জইন করুন : https://chat.whatsapp.com/JQLTGXFuDRuLUhxKqvORu9
বোনরা জইন করুন : https://chat.whatsapp.com/FGDTvIkHedD4UjhvNJhI1p
আসুন, অর্থ বুঝে নামাজ পড়ি, স্রষ্টার ধ্যানে জীবন গড়। নিজে যোগ দেই সবাইকে যোগ দিতে সহযোগিতা করে সাওয়াবের ভাগী হই ।


অর্থ বুঝে নামাজ পড়ি, স্রষ্টার ধ্যানে জীবন গড়ি
মাত্র ১৫ ঘন্টায় অর্থ ও তাদাব্বুরসহ নামাজ শিখুন
----------------------------------------------------
আস সালামু আ'লাইকুম ওয়া রাহমাতুল্লাহ!
জি হ্যাঁ! আপনাকেই বলছি, প্রিয় দ্বীনী ভাই ও বোন!! আশা করছি আল্লাহ রাব্বুল আ’লামীনের অশেষ রহমতে বেশ ভালো আছেন।
আচ্ছা! ভেবে দেখুন তো, আপনি প্রতিদিন সালাত আদায় করার সময় যে তাসবীহগুলো পড়ছেন- তাশাহহুদ, দরূদ, দোয়ায়ে মা’ছুরা কিংবা দুয়ায়ে কুনূত, এগুলো পড়ার সময় আল্লাহ্‌ রাব্বুল আ’লামীন তাতে আপনার জন্য কী বলেছেন, তা যদি বুঝতে পারতেন তাহলে কেমন হতো? যদি সরাসরি আরবী থেকেই শব্দে শব্দে অর্থ ও তাদাব্বুরসহ সালাতে পঠিত সাধারণ সকল সূরা আরবী থেকেই শব্দে শব্দে অর্থসহ বুঝতে পারতেন কেমন লাগতো আপনার?
আপনার কী মনে আছে, সে যে কবে তাজভীদসহ সহীহ কুরআন তিলাওয়াত শিখেছেন? এরপর কতগুলো বছর চলে গেলো। অর্থসহ বুঝে বুঝে শেষ কবে পবিত্র কুরআন তিলাওয়াত করেছেন মনে আছে? শেষ কবে আপনি সালাতের প্রতিটি মুহুর্ত বুঝে বুঝে আপনার প্রেমাস্পদ আল্লাহ্‌ রাব্বুল আ’লামীনের সাথে কথোপকথন এঞ্জয় করেছেন বলুন তো? সর্বশেষ কবে সালাতে আপনার চোখে পানি এসেছে? কবে আপনি অন্তত একটি সিজদায় প্রাণ ভরে কেঁদেছেন? এমন দুই রাকাত সালাত আপনি কবে আদায় করেছেন, যার পর আপনার মনে পুঞ্জিভূত সকল মেঘের আঁধার কেটে আলো এসেছিলো?
আসলে সালাতে তো আপনি আপনার রবের সাথেই একান্ত প্রেমালাপে মত্ত আছেন! কিন্তু অর্থ না বুঝে সালাত আদায়ের কারণে আপনি সেটি বুঝতেই পারছেন না! ব্যাপারটি দুঃখজনক নয়? ভাবুন তো একবার!
আচ্ছা! ধরুন, আপনার বয়স যদি ৩০ বছর হয়, আর যদি আপনি গত ২০ বছর ধরে সালাত আদায় করে থাকেন, তাহলে এখন পর্যন্ত আপনি সালাতে মোট ১,৪৬,০০০ (এক লক্ষ ছেচল্লিশ হাজার) বার সূরা ফাতিহা পড়েছেন। নিজেকে প্রশ্ন করুন তো- এই সূরাটি কতটুকু সহীহভাবে পড়েছেন? কতটুকু শব্দে শব্দে বুঝে বুঝে তাদাব্বুরসহ পড়েছেন?
আমি আপনাদের ভাই মুহাম্মাদ মুহসিন মাশকুর, দেশে-বিদেশে অনলাইনে ও অফলাইনে গত দশ বছর ধরে লক্ষাধিক মানুষকে শব্দে শব্দে অর্থসহ বুঝে বুঝে সালাত আদায় করা শিখিয়েছি। ও, আপনি ভাবছেন, আমি তো মাদরাসায় পড়ি নি, তাহলে আমি কীভাবে শব্দে শব্দে অর্থসহ বুঝে বুঝে সালাত আদায় শিখবো? চিন্তার কিছু নেই, আল্লাহ্‌র অশেষ রহমতে হাজার হাজার মানুষ পেরেছেন, আপনি কেন পারবেন না? বলুন তো!
আমি ‘ঈলমান নাফিয়া’র সাথে আপনাদের জন্য নিয়ে এসেছি অভিনব পন্থায় অর্থ বুঝে সালাত আদায়ের এই চমৎকার কোর্সটি- "অর্থ বুঝে নামাজ পড়ি" (Mindful Salah)"। ভয়ের কিছু নেই- আপনাকে কিছু-ই মুখস্থ করতে হবে না। এই কোর্সটি সকল বয়সের সবার জন্য। আমাদের জানামতে বাংলা ভাষায় এর আগে এমন কোন কোর্সের কথা কেউ ভাবে নি।
আমাদের ক্লাস সংখ্যা মোট ১৫ টি (২মাস)।
সপ্তাহে ২ টি ক্লাস।
সোমবার রাত ৮:৩০ মিনিট এবং
মঙ্গলবার সন্ধ্যা ৬: টা ১৫ মিনিট।
ক্লাস ডিউরেশন: ১ ঘন্টা।
১৫ মিনিট আলোচিত লেসনের ওপর প্রশ্নোত্তর সেশন (Q&A)।
আমাদের সকল কোর্স ফ্রী ।
কি শিখবেন এই কোর্সে?
১.⁠ ⁠সালাতের গুরুত্ব ও প্রস্তুতি:
•সালাতের আরকান (মূল উপাদান), আহকাম (বিধি-বিধান), আদব (শিষ্টাচার), ও ফজিলত।
•সালাতের প্রতি উদাসীনতার পরিণতি এবং বিভিন্ন প্রকার সালাতের পরিচিতি- তাহিইয়্যাতুল অযু, তাহিইয়্যাতুল মাসজিদ, দুখুলুল মাসজিদ, সালাতুত তাহাজ্জুদ, ইশরাক ও আওয়াবিন।
•ওজুর মাসায়েল এবং সালাতের জন্য শারীরিক ও মানসিক প্রস্তুতির কৌশল।
২.⁠ ⁠সুন্নাহ মোতাবেক সালাত আদায়ের পদ্ধতি:
•প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সালাতের নিয়ম।
•সালাতে খুশু-খুজু এবং মনোযোগী হওয়ার ৫টি কার্যকর কৌশল।
৩.সালাতের শব্দ ও দোয়াসমূহ অনুধাবন:
•⁠ ⁠ওযুর দোয়া, নিয়ত, ছানা, রুকু-সিজদার তাসবীহ ও সালামের শব্দে শব্দে অর্থ।
•⁠ ⁠তাশাহহুদ, দুরুদ শরীফ, দোয়া মাছুরা এবং দোয়ায়ে কুনুতের অর্থসহ উচ্চারণ।
৪.⁠ ⁠সূরা ও আয়াতের তাদাব্বুর:
•⁠ ⁠সূরা ফাতিহা, সূরা ফালাক-নাস, সূরা লাহাব-ইখলাস, সূরা কাফিরুন-নাসরসহ মোট ১১ টি সূরার শব্দে শব্দে অর্থ এবং তাদাব্বুর-তাফাক্কুর-তাযাক্কুর (অনুধাবন-গভীর চিন্তাভাবনা-প্রয়োগ)।
•⁠ ⁠আয়াতুল কুরসি এবং সূরা হাশরের শেষ তিন আয়াতের অর্থসহ গভীর অনুধাবন।
৫.⁠ ⁠হাদিসের আলোকে সালাত-পরবর্তী আমল:
•⁠ ⁠সহীহ হাদিস অনুযায়ী সকাল-সন্ধ্যার আমল এবং সালাত পরবর্তী আমল।
৬.⁠ ⁠সালাত ভঙ্গের কারণ এবং সাধারণ মাসায়েল:
•⁠ ⁠বহুল প্রচলিত ভুলগুলো সংশোধন এবং সালাতের মাসায়েলের স্পষ্ট ধারণা।
৭.⁠ ⁠সালাতের মাধ্যমে আধ্যাত্মিক উন্নয়ন:
•⁠ ⁠সালাতের মাধ্যমে আল্লাহর সান্নিধ্যে পৌঁছানোর পথ।
•⁠ ⁠জাহান্নামের ভয় থেকে মুক্তি এবং জান্নাতের পথে অগ্রসর হওয়ার অনুপ্রেরণা।
এই কোর্সে আমরা আপনাকে সালাতের অর্থ, গুরুত্ব, এবং তা সুন্নাহ মোতাবেক আদায় করার বিষয়ে একাডেমিক এপ্রোচে আলোচনা করবো, যা আপনার ইবাদতকে অধিকতর অর্থবহ এবং আধ্যাত্মিকতায় পরিপূর্ণ করবে, ইন শা আল্লাহ্‌!








Video oldindan ko‘rish uchun mavjud emas
Telegram'da ko‘rish
🚨 ভিডিও : উত্তর গাজা উপত্যকার জাবালিয়ার পূর্বে আল-কাসাম ব্রিগেডের হামলার ফুটেজ


"পরনারীর দিকে তাকানো শয়তানের বিষাক্ত তীরগুলোর একটি। যে ব্যক্তি আল্লাহকে ভয় করে নিজের দৃষ্টি সংযত রাখবে, আল্লাহ তাকে এমন ইবাদতের তাওফীক দেবেন, যেটার মিষ্টটা সে মন থেকে অনুভব করতে পারবে।"

— আব্দুল মালিক ইবনু আত্তাব (রহ.)
সূত্র: আয-যুহদ, হান্নাদ, ২/৬৫১


Video oldindan ko‘rish uchun mavjud emas
Telegram'da ko‘rish
যারা খ্রিস্টানদের ধর্মীয় শুভেচ্ছা দেই


আমাদের কারও সম্মুখে যদি প্রতিদিনের আমলনামা প্রকাশ করা হয়, তবে কি সে নিজের অধিকাংশ বেহুদা আমল দেখে লজ্জিত হবে না?

সে কি আফসোস করে বলবে ন —হায় হায়! অধিকাংশ আমলই তো দীন-দুনিয়ার সঙ্গে সংশ্রবহীন।

—আতা ইবনে আবী রাবাহ রহ.

20 ta oxirgi post ko‘rsatilgan.