ILMAN NAFIYA


Kanal geosi va tili: Hindiston, Bengalcha
Toifa: Din


রাসূল (ﷺ) বলেছেন, "আমার পক্ষ থেকে একটি আয়াত হলেও তা পৌঁছিয়ে দাও।" [বুখারি ৩৪৬১]
আল্লাহ তা'আলা বলেন - তার কথার চেয়ে উত্তম কার কথা হতে পারে যে মানুষকে আল্লাহর দিকে আহবান করে। (সুরা হা মিম সাজদাহ : ৩৩)

Связанные каналы  |  Похожие каналы

Kanal geosi va tili
Hindiston, Bengalcha
Toifa
Din
Statistika
Postlar filtri


*السلام عليكم ورحمة الله وبركاته*
*📖আর যারা ঈমান এনেছে ও সৎকাজ করেছে তারাই জান্নাতবাসী, তারা সেখানে স্থায়ী হবে।[২/৮২]*
*🌺ইনশাআল্লাহ আজ ২৪ নভেম্বর রোজ রবিবার*
*💥ইসলামের প্রথম স্তম্ভ ঈমানের মৌলিক বিষয়গুলির ব্যাখ্যা নিয়ে গুরুত্বপূর্ন ধারাবাহিক দারস*
*"দারসুল ঈমান"* এর চতুর্থ পর্ব অনুষ্ঠিত হবে।
দারস পেশ করবেন,
*🌺শায়খ ওয়ালীদ আল হামিদী আল- মাদানী*
খতীব, তাকওয়া মসজিদ,বার্মিংহম, ইউকে।
*🇧🇩রাত ----৯:০০*
*🇸🇩রাত-----৬:০০*
*🇮🇳রাত-----৮:৩০*
*উক্ত সময়ে নিম্নোক্ত লিংকে নিজে যুক্ত হোন এবং অন্যদেরও যুক্ত করে অশেষ নেকী হাসিল করুন।।আল্লাহ্ সুবহানুতা'আলা আমাদের নেক আমলসমূহ্ কবুল করে নিন।আমীন।*
https://us02web.zoom.us/j/2113336749?pwd=VWlWRVdDZ2ZWcUwzSW85dU5vMnRYdz09
Meeting ID:2113336749
PassCode:123456


এক পশলা সীরাত
পর্ব — ৪
.
নবীজি সা.-এর ব্যাপারে লোকজন আয়েশা রা.-কে প্রশ্ন করতেন। নবীজি সা.-এর একান্ত ঘরোয়া জীবন সম্পর্কে জানতে চাইতেন। তিনি একবার উত্তর দিয়েছেন:
-তিনি সাধারন মানুষের মতোই ঘরে থাকতেন। ঘর ঝাড়ু দিতেন। নিজের পোশাক সেলাই করতেন। মোজা মেরামত করতেন। উটকে পানি পান করাতেন। বকরীর দুধ দোহাতেন। খাদেমদেরকে সাহায্য করতেন। তাদের সাথে খাবার খেতেন। সদাইপাতি কিনতে নিজেই বাজারে যেতেন।

— মুহাম্মাদ আতীক উল্লাহ হাফি


মানুষ খালিহাতে আসে। তারপর দুনিয়ার সবকিছু পেতে চায় তারপর সবকিছু ছেড়ে, খালিহাতে চলে যায়। তারপর সবকিছুর জন্য হিসেবের মুখোমুখি হয়।

_[শায়খ আতিক উল্লাহ (হাফিঃ)]


আল কুদস এমন এক দুলহান, যার মোহর আমাদের রক্ত। মোহর পরিশোধ করা ছাড়া কোন বিকল্প নেই!

— হামযা বিন উসামা বিন লাদেন হাফি.


ভালো কিছু করি — ৬
| মা শা আল্লাহ |
.
কারো মধ্যে সুন্দর কিছু দেখলে, মা শা আল্লাহ বলব।
কারো কোন গুণ দেখলে, মা শা আল্লাহ বলব।
আমার বন্ধুরা পড়া পারলে, মা শা আল্লাহ বলব।
কেউ ভালো কোন কাজ করলে, মা শা আল্লাহ বলব।
.
মা শা আল্লাহ মানে,
আল্লাহ যা চান, সেটাই হয়।
আল্লাহ যা ইচ্ছা করেন, সেটাই ভালো।
আল্লাহ যা করেন, ভালোর জন্যই করেন।

| মুহাম্মাদ আতীক উল্লাহ হাফি.
| মাদরাসাতুল কুরআনিল কারীম


ভালো কিছু করি — ৫
| আল্লাহু আকবার |
.
আল্লাহ তাআলার বড়ত্ব ও শ্রেষ্ঠত্ব প্রকাশ করতে হলে আল্লাহু আকবার বলবো।
মনে সাহস আনার জন্য, আল্লাহু আকবার বলবো।
নিজেকে দূর্বল মনে হলে, আল্লাহু আকবার বলবো।
স্লোগান দেয়ার সময়, আল্লাহু আকবার বলবো।
উপরে উঠার সময়, আল্লাহু আকবার বলবো।
.
আল্লাহু আকবার মানে,
আল্লাহ মহান
আল্লাহ সবচেয়ে বড়।

| মুহাম্মাদ আতীক উল্লাহ হাফি.
| মাদরাসাতুল কুরআনিল কারীম


প্রত্যেক মানুষের কাছে দুটি মহামূল্যবান সম্পদ আছে
একটা হলো চোখের পানি, আরেকটা মুচকি হাসি। প্রথমটা দিয়ে রব কে জয় করা যায়, দ্বিতীয় টা দিয়ে রব্ব এর বান্দাদের জয় করা যায়

_শাইখ হাসান জামিল হাফিযাহুল্লাহ


এক পশলা সীরাত
পর্ব — ৩
.
নবীজি সা.-এর ১১জন চাচা ছিলেন। ইসলাম গ্রহণের সৌভাগ্য অর্জন করেছিলেন মাত্র দু’জন:
আব্বাস ও হামযা রা.।
নবীজির ৬জন ফুফু ছিলেন। ইসলাম গ্রহণ করেছেন মাত্র একজন:
সাফিয়্যাহ রা.।
কারো কারো মতে ফুফু আতেকাও ইসলাম গ্রহণ করেছিলেন। তবে বিশুদ্ধ মতে এ-তথ্য ঠিক নয়।
.
🖋 মুহাম্মাদ আতীক উল্লাহ হাফি.


এক পশলা সীরাত
পর্ব — ২
.
নবীজি সা.-এর চার মেয়ে তিন ছেলে ছিল।
যায়নাব। রুকাইয়া। ফাতিমা। উম্মে কুলসুম রা.।
কাসেম। আবদুল্লাহ। ইবরাহীম।
ইবরাহীম ছাড়া সবাই খাদীজা রা.-এর গর্ভের সন্তান।
ইবরাহীম ছিলেন মারিয়া কিবতিয়া রা.-এর গর্ভের। 
একমাত্র ফাতিমা ছাড়া সবাই নবীজির জীবদ্দশাতেই ইন্তেকাল করেছিলেন।
-
সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম।

🖋️ মুহাম্মাদ আতীক উল্লাহ হাফি.


এক পশলা সীরাত
পর্ব — ১
.
জন্ম:
-রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-এর জন্ম সোমবার। (এই দিন সম্পর্কে মতানৈক্য রয়েছে)
-তারিখ ৯ই রবিউল আউয়াল।
-হস্তিবর্ষ-১ (হস্তিবাহিনির আক্রমনের ৫০ দিন পর)
-মোতাবেক ২২ শে এপ্রিল, ৫৭১ খৃষ্টাব্দ,
-১লা জৈষ্ঠ, ৬২৮বিক্রামাব্দ সুবহে সাদেক (সূর্যোদয়ের আগে।
-সর্বাধিক প্রসিদ্ধ মতানুসারে ১২ই রবিউল আউয়াল।
.
নামকরণ:
দাদাজান আবদুল মুত্তালিব, তার নাম রাখেন মুহাম্মাদ। প্রশংসিত।
.
দুগ্ধপান:
-জন্মের পর সর্বপ্রথম মা জননী আমেনার দুধ পান করেন।
-২ বা ৩ দিন পর, কয়েকদিন আবু লাহাবের কৃতদাসী সুয়াইবার দুধ পান করেন।
-তারপর দুধমা হালীমা সা‘দিয়ার দুধ পান করেন। স্বাভাবিকভাবে দুধ খাওয়ার পুরো সময়টা তিনি  হালিমা সা‘দিয়া (রা.)-এর বাড়ীতেই কাটান। দুধমা’র কাছে দুধ খাওয়ার মেয়াদ শুরু : ৪ মাস বয়সে। তার কাছে থাকেন ছয় বছর পর্যন্ত।

🖋️ শায়খ মুহাম্মাদ আতীক উল্লাহ হাফি.


ভালো কিছু করি — ৪

| সুবহানাল্লাহ |
.
বিস্ময়কর কোন কথা শুনলে, সুবহানাল্লাহ বলব।
আশ্চর্যজনক কোন ঘটনা শুনলে, সুবহানাল্লাহ বলব।
সুন্দর কিছু দেখলে, সুবহানাল্লাহ বলব।
ভালো কোনো দৃশ্য দেখলে, সুবহানাল্লাহ বলব।
উপর থেকে নিচে নামার সময়, সুবহানাল্লাহ বলব।
.
সুবহানাল্লাহ মানে,
আল্লাহ তাআলা পবিত্র
আল্লাহ তাআলা সব ধরনের দোষত্রুটিমুক্ত
.
🖋️ শায়খ মুহাম্মাদ আতীক উল্লাহ হাফি.


Video oldindan ko‘rish uchun mavjud emas
Telegram'da ko‘rish
🚨 ভিডিও : উত্তর গাজা উপত্যকার বেইট লাহিয়ার কেন্দ্রে আল-কাসাম ব্রিগেডের হামলার ফুটেজ


নিশ্চয় যারা ঈমান এনেছে এবং তাদের রবের উপর তাওয়াক্কুল করেছে, তাদের উপর শয়তানের কোন ক্ষমতা নেই।

_সুরা নাহল: ৯৯


জানতে পেরেছি, আখেরাতের পথ বড়ই নির্জন। একাকীত্ব কাটাতে কুরআন হিফজ করে নিয়েছি

—হাসান বসরী রহ.


হামাস -  ইসরায়েল দ্বৈরথ - ৪
শায়খ মুহাম্মাদ আতীক উল্লাহ হাফি.




ভালো কিছু করি — ৩

| আলহামদুলিল্লাহ |
.
আমাকে যখন কেউ জিজ্ঞেস করে, কেমন আছো?
আমি উত্তরে বলব, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা খুব ভালো রেখেছেন।

আলহামদুলিল্লাহ মানে, সমস্ত প্রশংসা আল্লাহর। আমি যে অবস্থাতেই থাকি, সুখে-দুঃখে সর্বাবস্থায় আল্লাহর প্রশংসা করবো। এটাই আল্লাহর ইবাদত।

অতীতের কোন কাজের কথা বলার পর,
আলহামদুলিল্লাহ বলব।

নিজের কোনো অর্জনের কথা বলে,
আলহামদুলিল্লাহ বলব।

নিজের কোনো যোগ্যতা বা কৃতিত্বের কথা বলে, আলহামদুলিল্লাহ বলব।

ভালো কিছু করতে পারলে,
আলহামদুলিল্লাহ বলব।

ভালো কিছু পেলে,
আলহামদুলিল্লাহ বলব।
.
🖋️ শায়খ মুহাম্মাদ আতীক উল্লাহ (হাফি.)




ভালো কিছু করি — ২

| আসসালামু আলাইকুম |

ছোট বড় সবাইকে সালাম দিবো। আগে সালাম দিবো অন্যের অপেক্ষা না করে নিজেই সালাম দিবো।

পুরো সালাম স্পষ্টভাবে উচ্চারণ করবো:
আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহ।

সালামের শুরুতে 'আস' ও শেষে 'কুম' সবচেয়ে বেশি স্পষ্ট করবো, ইন শা আল্লাহ।

সালামে অর্থ:
আপনার উপর আল্লাহর পক্ষ থেকে শান্তি বর্ষিত হোক। আপনার উপর আল্লাহর রহমত ও বরকত বর্ষিত হোক।

কেউ আমাকে সালাম দিলে স্পষ্ট উচ্চারণে জবাব দিবো: ওয়া আলাইকুমুস সালাম, ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ।

সালাম দিতে লজ্জা পাবো না। সালামের উত্তর দিতেও লজ্জাবোধ করবো না। ইন শা আল্লাহ।

🖋️ শায়খ মুহাম্মাদ আতীক উল্লাহ (হাফি.)



20 ta oxirgi post ko‘rsatilgan.