উঠেছে আজ এক পশলা ঝড়
নিস্তব্ধ চারিপাশ নড়ে উঠেছে প্রখর, সকাল থেকে চেয়ে আছি ঐ শিমুল র চূড়ায়
ক্ষনিক সময়ে আশা জাগিয়েছি বৃষ্টির ভাবনায়,
এরপর শুরু হবে মুষলধারে বৃষ্টি
তাই বুঝি এসব বিধাতার সৃষ্টি,
তখন আমি বসে এক নির্জন মাঠে
বসন্তের এ কেমন রূপ আজ এই পাড়ে..!?
ভালোবাসি তারে গ্ৰীষ্মের শুরুতে
শালিক জোড়া শুয়ে এই চিলেকোঠার মধ্যিখানে।।
📝 কলমে:~
কালবৈশাখী (দেবস্মিতা ) ✨
🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸
নিস্তব্ধ চারিপাশ নড়ে উঠেছে প্রখর, সকাল থেকে চেয়ে আছি ঐ শিমুল র চূড়ায়
ক্ষনিক সময়ে আশা জাগিয়েছি বৃষ্টির ভাবনায়,
এরপর শুরু হবে মুষলধারে বৃষ্টি
তাই বুঝি এসব বিধাতার সৃষ্টি,
তখন আমি বসে এক নির্জন মাঠে
বসন্তের এ কেমন রূপ আজ এই পাড়ে..!?
ভালোবাসি তারে গ্ৰীষ্মের শুরুতে
শালিক জোড়া শুয়ে এই চিলেকোঠার মধ্যিখানে।।
📝 কলমে:~
কালবৈশাখী (দেবস্মিতা ) ✨
🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸