Postlar filtri


Video oldindan ko‘rish uchun mavjud emas
Telegram'da ko‘rish
খুনী হাসিনার গুমনামা:
গুম কমিশনের প্রতিবেদনে উঠে এসেছে, সাদা পোশাকে তুলে নিয়ে মাথায় গুলি করে মেরে ফেলা হতো । এরপর মৃতদেহ সিমেন্টের ব্যাগের সাথে বেঁধে নদীতে ফেলে দেওয়া হতো, যেন সেটি ডুবে যায়। এছাড়া হত্যার পর রেল লাইনে লাশ ফেলে রাখা হতো, যাতে ট্রেনের চাকায় লাশটি ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায় । মহাসড়কে চলন্ত গাড়ীর নিচে ফেলে দেওয়ারও প্রমাণ পেয়েছে গুম কমিশন।


Video oldindan ko‘rish uchun mavjud emas
Telegram'da ko‘rish
এই আন্দোলন দমাতে শেখ হাসিনাকে সবচেয়ে বেশি সহায়তা করেছে ঢাকার কাউন্সিলগণ। তাদের বড় ভূমিকায় ৪ আগস্ট পুরো ঢাকায় ম্যাসাকার চলেছে। এদের কেউ কেউ দু-হাতে দুটি করে অস্ত্র নিয়ে ছাত্রদের উপর ঝাপিয়ে পড়েছিলো। এমন ঘটনা মোহাম্মদপুরে নিজের চোখে দেখেছি। ছবি তুলেছি, ভিডিও করেছি। কি সেই তান্ডব, চোখের সামনে এখনো ভেসে ওঠে। সেদিন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ৩৩ নং ওয়ার্ড কাউন্সিলর আসিফ আহমেদ, তারেকুজ্জামান রাজিব, ৩০,২৯ রাষ্ট্রন ও খোকন শত শত মানুষকে গুলিতে ঝাঝরা করেছে। সিকদার মেডিকেলে লা-শের স্তুপ জমে গিয়েছিলো। শত শত গুলিবিদ্ধ মানুষের আহাজারি মনে পড়ে যায় যখন সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ কাউন্সিলরদের স্বপদে রাখার জন্য উঠেপড়ে লাগে। তাদের পক্ষে প্রকাশ্যে বক্তব্য দেয়। হায় সেলুকাস!


লাইভে সবাই দেখলো জিয়ার সৈনিক বলে হামলা করছে। ডেইলি স্টার লিখে দিলো আওয়ামী লীগ।

সে যাই হোক, শিরোনামে কারা হামলা করেছে এ ব্যাপারে কিছুই নাই।


জুলাই গণহত্যার ডকুমেন্টস
একনজরে দেখে আসুন সব:
https://t.me/julydoccuments/31?single


Video oldindan ko‘rish uchun mavjud emas
Telegram'da ko‘rish


টিএসসি, ঢাকা বিশ্ববিদ্যালয়


উদ্ভোদনের অপেক্ষায় থাকা ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই ভবনটির নাম জুলাই স্মৃতি ভবন করার দাবি করেছে শিক্ষার্থীরা। আপনারাও মতামত জানাতে পারেন।


https://www.facebook.com/61566859445827/posts/122124069242561981/?app=fbl


আওয়ামী লীগ প্রকাশ্যে আসার সাহস আসে কীভাবে? আজ তারা দুইজন মানুষকে মেরে ফেলেছে!


শাহবাগ জাতীয় যাদুঘরে চলছে '৩৬ জুলাই: অভ্যুত্থানের পূর্বাপর' শীর্ষক আলোকচিত্র প্রদর্শনী


জাদুঘরে কিছু আজীব প্রানীর প্রদর্শনি চলছে গিয়ে দেখে আসতে পারেন

"You can go see an exhibition of some strange animals at the museum."

#julyartwork #July4th #Dhaka #Museum #Bangladesh



11 ta oxirgi post ko‘rsatilgan.