৫ আগস্ট স্বৈরাচারী মাফিয়া শেখ হাসিনা পালানোর পরে বাবা-মায়ের সাথে জেদ ধরে রাজধানীর উত্তরায় বিজয় মিছিলে যোগ দেয় শিশু জাবির ইব্রাহিম। একপর্যায়ে জাবিরকে নিয়ে বাসায় ফিরে যেতে চাইলে আরও কিছুক্ষণ থাকার বায়না করে সে।কিছুক্ষণ পরে পুলিশের সঙ্গে ছাত্র-জনতার সংঘর্ষ শুরু হলে জাবিরের ঊরুতে গুলি লাগে। এত কোমল ও ছোট্ট শরীর গুলিটা সহ্য করতে পারে নি। অতিরিক্ত রক্তক্ষরণে মারা যায় সে। জাবিরের বয়স ৬ বছর। ওদের বাসা দক্ষিণখান থানার পশ্চিম মোল্লারটেকে। স্থানীয় একটি বিদ্যালয়ে শিশু শ্রেণিতে পড়ত সে।