অবুঝ
শরীফ আহমেদ
কিইবা এমন দোষ করেছি
কার কেড়েছি ঘুম?
দেশ বাঁচাতে করছি না হয়
হাজার খানেক গুম।
দু'তিন হাজার ফেলে দিলে
কিইবা এমন ক্ষতি?
কী করতি আমার জাগায়
তোরাই যদি হতি?
কোর্ট দিয়েছে আদেশ, সমন,
ভোট করেছে ইছিঃ,
ভাবটা এমন সব ডিসিশন
আমি একাই নিছি!
ছেলের গবেষণায় না হয়
ঢালছি কিছু টাকা,
তাই বলে আজ শুনতে হবে
এমন কথা বাঁকা?
রিজার্ভ থেকে অল্প টাকা
হ্যাকিং হয়ে গেলে,
ভাবটা সবাই দেখায় যেন
হ্যাকার আমার ছেলে!
কার ভাতে যে ছাই দিছি,
কার পাক্কা ধানে মই?
কার কাছে যাই, কার কাছে যে
মনের কথা কই?
১৯|১২|২০২৪
টরন্টো, কানাডা
শরীফ আহমেদ
কিইবা এমন দোষ করেছি
কার কেড়েছি ঘুম?
দেশ বাঁচাতে করছি না হয়
হাজার খানেক গুম।
দু'তিন হাজার ফেলে দিলে
কিইবা এমন ক্ষতি?
কী করতি আমার জাগায়
তোরাই যদি হতি?
কোর্ট দিয়েছে আদেশ, সমন,
ভোট করেছে ইছিঃ,
ভাবটা এমন সব ডিসিশন
আমি একাই নিছি!
ছেলের গবেষণায় না হয়
ঢালছি কিছু টাকা,
তাই বলে আজ শুনতে হবে
এমন কথা বাঁকা?
রিজার্ভ থেকে অল্প টাকা
হ্যাকিং হয়ে গেলে,
ভাবটা সবাই দেখায় যেন
হ্যাকার আমার ছেলে!
কার ভাতে যে ছাই দিছি,
কার পাক্কা ধানে মই?
কার কাছে যাই, কার কাছে যে
মনের কথা কই?
১৯|১২|২০২৪
টরন্টো, কানাডা