এক পশলা সীরাত
পর্ব — ১
.
জন্ম:
-রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-এর জন্ম সোমবার। (এই দিন সম্পর্কে মতানৈক্য রয়েছে)
-তারিখ ৯ই রবিউল আউয়াল।
-হস্তিবর্ষ-১ (হস্তিবাহিনির আক্রমনের ৫০ দিন পর)
-মোতাবেক ২২ শে এপ্রিল, ৫৭১ খৃষ্টাব্দ,
-১লা জৈষ্ঠ, ৬২৮বিক্রামাব্দ সুবহে সাদেক (সূর্যোদয়ের আগে।
-সর্বাধিক প্রসিদ্ধ মতানুসারে ১২ই রবিউল আউয়াল।
.
নামকরণ:
দাদাজান আবদুল মুত্তালিব, তার নাম রাখেন মুহাম্মাদ। প্রশংসিত।
.
দুগ্ধপান:
-জন্মের পর সর্বপ্রথম মা জননী আমেনার দুধ পান করেন।
-২ বা ৩ দিন পর, কয়েকদিন আবু লাহাবের কৃতদাসী সুয়াইবার দুধ পান করেন।
-তারপর দুধমা হালীমা সা‘দিয়ার দুধ পান করেন। স্বাভাবিকভাবে দুধ খাওয়ার পুরো সময়টা তিনি হালিমা সা‘দিয়া (রা.)-এর বাড়ীতেই কাটান। দুধমা’র কাছে দুধ খাওয়ার মেয়াদ শুরু : ৪ মাস বয়সে। তার কাছে থাকেন ছয় বছর পর্যন্ত।
🖋️ শায়খ মুহাম্মাদ আতীক উল্লাহ হাফি.
পর্ব — ১
.
জন্ম:
-রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-এর জন্ম সোমবার। (এই দিন সম্পর্কে মতানৈক্য রয়েছে)
-তারিখ ৯ই রবিউল আউয়াল।
-হস্তিবর্ষ-১ (হস্তিবাহিনির আক্রমনের ৫০ দিন পর)
-মোতাবেক ২২ শে এপ্রিল, ৫৭১ খৃষ্টাব্দ,
-১লা জৈষ্ঠ, ৬২৮বিক্রামাব্দ সুবহে সাদেক (সূর্যোদয়ের আগে।
-সর্বাধিক প্রসিদ্ধ মতানুসারে ১২ই রবিউল আউয়াল।
.
নামকরণ:
দাদাজান আবদুল মুত্তালিব, তার নাম রাখেন মুহাম্মাদ। প্রশংসিত।
.
দুগ্ধপান:
-জন্মের পর সর্বপ্রথম মা জননী আমেনার দুধ পান করেন।
-২ বা ৩ দিন পর, কয়েকদিন আবু লাহাবের কৃতদাসী সুয়াইবার দুধ পান করেন।
-তারপর দুধমা হালীমা সা‘দিয়ার দুধ পান করেন। স্বাভাবিকভাবে দুধ খাওয়ার পুরো সময়টা তিনি হালিমা সা‘দিয়া (রা.)-এর বাড়ীতেই কাটান। দুধমা’র কাছে দুধ খাওয়ার মেয়াদ শুরু : ৪ মাস বয়সে। তার কাছে থাকেন ছয় বছর পর্যন্ত।
🖋️ শায়খ মুহাম্মাদ আতীক উল্লাহ হাফি.